শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা আদালতে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা আদালতে স্থগিত

আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা ইউএসএআইডির কর্মীদের ছুটিতে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করলেন মার্কিন বিচারক। শুক্রবার ওই কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনের মার্কিন জেলা আদালতের বিচারক কার্ল নিকোলস এ স্থগিতাদেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিকোলসের এই আদেশ ১৪ ফেব্রম্নয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে ট্রাম্প প্রশাসনকে শনিবার থেকে বেতনসহ বাধ্যতামূলক ছুটিতে যাওয়া প্রায় ২ হাজার ২০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন। এছাড়া এরইমধ্যে ছুটিতে থাকা ৫০০ কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক।

কর্মীকে ছুটিকে পাঠানোর এ পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জ করেছিল দুটি ইউনিয়ন-আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন ও আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপস্নয়িজ। তাদের জরুরি আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেন ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পাওয়া বিচারক নিকোলস। শুনানিতে 'খুবই সীমিত' সময়ের জন্য ট্রাম্পের পরিকল্পনা কার্যকরে এ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এর ফলে ইউএসএআইডির প্রায় ২ হাজার ৭০০ কর্মী আবারও কাজে ফিরতে পারবেন।

অন্যদেশে উন্নয়নকাজে মার্কিন সরকারের প্রধান শাখা ইউএসএআইডির কর্মীসংখ্যা প্রায় ১০ হাজার, এর মধ্যে দুই তৃতীয়াংশই কাজ করে যুক্তরাষ্ট্রের বাইরে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আপাতত ৬১১ কর্মী সংস্থাটিতে কাজ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে