শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সম্ভাবনার কথা বলেন ট্রাম্প। তবে এটি সামনাসামনি নাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, 'সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আমার দেখা হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, পুতিনের সঙ্গে তার বরাবরই 'ভালো সম্পর্ক' ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে