ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের বোমা, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রিতে সায় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৬ কোটি ডলারের হেলফায়ার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৬৭৫ কোটি ডলারের বোমা, গাইডেন্স কিটস ও ফিউজ বিক্রিতে অনুমোদন দিয়েছে।
এসব যুদ্ধাস্ত্র নিজ ভূখন্ডের সুরক্ষায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় ইসরাইলের সক্ষমতা বাড়াবে এবং আঞ্চলিক হুমকি প্রতিহতে কাজে দেবে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) বিবৃতিতে এমনটাই বলা হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধাস্ত্র বিক্রিতে অনুমোদন দিল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে নজিরবিহীন হামলা চালালে গাজায় সাঁড়াশি অভিযানে নামে তেল আবিব। চালায় তুমুল ধ্বংসযজ্ঞ। সোয়া এক বছরের যুদ্ধে গাজার বেশিরভাগই নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরাইলের বোমা, ক্ষেপণাস্ত্র। নিহত হয়েছে ৪৭ হাজারের বেশি মানুষ। লাখ লাখ ফিলিস্তিনিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বারবার অবস্থানও বদলাতে হয়েছে। ট্রাম্পের শপথের আগে আগে হয় যুদ্ধবিরতি চুক্তি, তবে এই চুক্তি কতদিন টেকে তা নিয়েও আছে সন্দেহ। বেসামরিক হতাহত বেড়ে যাবে এই শঙ্কায় ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলে দুই হাজার পাউন্ড বোমার চালান আটকে দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেও ইসরায়েলে এই যুদ্ধাস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছে বোমা ক্ষেপণাস্ত্র পাঠাতে কংগ্রেসের কোনো কক্ষই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না বলেই ধারণা করা হচ্ছে।