শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ডমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার আরেকটি বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ডমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার আরেকটি বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার আরেকটি সরকারি উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই দাসোঁ ফ্যালকন-২০০ বিমানটি জব্দ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুবিওর দপ্তর বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচারের অভিযোগের ভিত্তিতে উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে সান্তো ডমিঙ্গো বিমানবন্দরে ভেনেজুয়েলার এই উড়োজাহাজটি ফেলে রাখা ছিল। রুবিওর ল্যাটিন আমেরিকা সফরের শেষদিকে বৃহস্পতিবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা পরোয়ানা নিয়ে হাজির হয়ে সেটি আনুষ্ঠানিকভাবে জব্দের ঘোষণা দেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রিস, তুরস্ক, রাশিয়া, নিকারাগুয়া ও কিউবা সফরের জন্য এই উড়োজাহাজটি ব্যবহার করতেন, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে