তাজিকিস্তানে রাজধানী দুশানবের কাছের একটি জেল ভেঙে পালানোর চেষ্টা করতে গিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত পাঁচজন বন্দি নিহত হয়েছে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা। দেশটির আইন মন্ত্রণালয় জানায়, সোমবার ৯ জন বন্দি হাতে তৈরি ছুরি নিয়ে কারারক্ষীদের ওপর হামলা চালায়। তারা রক্ষীদের হত্যা করে কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল। হামলায় তিন কারারক্ষী আহত হয়েছেন এবং কারাগারের প্রশাসনিক প্রধানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারী বন্দিদের মধ্যে ইসলামিক স্টেট এবং জিহাদি সালাফি মুভমেন্টের সদস্যরাও ছিল বলে জানিয়েছেন তাজিক এক আইনপ্রয়োগকারী কর্মকর্তা। দুটো গোষ্ঠীই তাজিকিস্তানে নিষিদ্ধ। টেলিগ্রামের একটি ভিডিওতে রক্তাক্ত মৃতদের দেখা গেছে। এর মধ্যে অন্তত একজনকে ইসলামিক স্টেটের পতাকা সম্বলিত টুপি পরে থাকতে দেখা গেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আঞ্চলিক বিশ্লেষক আন্দ্রেই সেরেনকো বলেন, "ইসলামিক স্টেট সমর্থকরা পালানোর চেষ্টা করেছিল। তারা কারাগারে কিছু সময়ের জন্য এই জঙ্গি গোষ্ঠীর পতাকাও উড়িয়েছিল।"
তবে রয়টার্স স্বাধীনভাবে ইসলামিক স্টেট সম্পর্কে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। কেননা শেষ খবর পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার ঘটনার দায় স্বীকার করেনি। এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কৌঁসুলির কার্যালয়। এর আগে, ২০১৯ সালের মে মাসে জেল দাঙ্গায় ২৯ জন বন্দি এবং তিনজন কারা রক্ষী নিহত হন। ২০১৮ সালেও তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় খুজন্দ শহরের একটি কারাগারে ২১ বন্দি এবং দুইজন কারা রক্ষী নিহত হওয়ার ঘটনা ঘটে।