কিয়েভের জন্য শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে নতুনভাবে ছয় কোটি ৮৭ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা করবে লন্ডন। বুধবার ইউক্রেন সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির এ বিষয়ে ঘোষণা দেযার কথা রয়েছে। ল্যামি বলেছেন, ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধসহ অন্য যে কোনও ক্ষেত্রে, ইউক্রেনকে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ। গত বছর দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনে দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছে ল্যামি। এই সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য মুখ্য সরকারি কর্তাব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ইউক্রেনকে সমর্থন দিতে ব্রিটেন ও আন্তর্জাতিক অংশীদারদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তারা।