ফিলিস্তিনিদের উচ্ছেদ
ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতায় আরব দেশগুলো
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আরব দেশগুলো। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেওয়া এক চিঠিতে যৌথভাবে প্রতিবাদ জানিয়েছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠনে ফিলিস্তিনিদের প্রত্যক্ষ অংশগ্রহণে থাকতে হবে। ফিলিস্তিনিরা নিজের ভূমিতেই থেকে তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে, সপ্তাহান্তে কায়রোতে আয়োজিত এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জর্ডান, সৌদি আরব, মিসর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ কূটনীতিবিদ এবং ফিলিস্তিনি প্রেসিডেনশিয়াল উপদেষ্টা হুসেইন আল-শেখ। এখান থেকেই রুবিওর কাছে ওই চিঠি পাঠানো হয়।