বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইউএসএআইডি বন্ধে ট্রাম্পের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইউএসএআইডি বন্ধে ট্রাম্পের সম্মতি

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি ব্যয় সংকোচনের দায়িত্বে থাকা মাস্ক সোমবার এই তথ্য জানান। স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক আলোচনায় জানান, ট্রাম্প প্রশাসনের নতুন ব্যয় সংকোচন বিষয়ক সংস্থা 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' (ডিওজিই) ইউএসএআইডি বন্ধের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইউএসএআইডি এখন আর সংস্কারের উপযোগী নয়। তাই একে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ট্রাম্পও এই উদ্যোগকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন মাস্ক। এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে ইউএসএআইডির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে