অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত একজনের প্রাণহানি ও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। চলমান পরিস্থিতিতে বন্যার পানি ভবনের দ্বিতীয় তলার স্তর পর্যন্ত উঠতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আকস্মিক এই বন্যা পরিস্থিতিকে বিপজ্জনক ও প্রাণঘাতী হিসেবে বর্ণনা করা হয়েছে। কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসফুলি বলেছেন, গত ২৪ ঘণ্টায় নর্থ কুইন্সল্যান্ডের কিছু অংশে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সোমবারও সেখানে এমন ''রেকর্ড বৃষ্টিপাত'' অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
দেশটির আবহাওয়াবিদরা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে ওই অঞ্চলে ৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। ক্রিসফুলি বলেছেন, নর্থ কুইন্সল্যান্ড দীর্ঘদিন ধরে এই ধরনের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার মুখোমুখি হয়নি। অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসি বলেছে, নর্থ কুইন্সল্যান্ডে কেবল প্রবল বর্ষণই নয়, বরং দীর্ঘসময় ধরে ভারী বর্ষণ হচ্ছে।