ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়া হলে তা বিশ্বের স্বৈরশাসকদের কাছে 'অত্যন্ত বিপজ্জনক' বার্তা পাঠাবে। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা হলে তা অত্যন্ত বিপজ্জনক হবে। তাদের নিজস্ব সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা করা সবার জন্যই বিপজ্জনক।
তিনি আরও বলেন, এমন আলোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে এই বার্তা দেবে যে তিনি সঠিক ছিলেন এবং তিনি দায়মুক্তি ও সমঝোতা পেয়েছেন। জেলেনস্কি সতর্ক করে বলেন, এর অর্থ হলো, যে কেউ এমন আচরণ করতে পারবে। এটি বড় দেশগুলোর নেতাদের জন্য একটি ইঙ্গিত হবে, যারা একই কাজ করার কথা ভাবছে।" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের পর এই মন্তব্য করলেন জেলেনস্কি। শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা ইতোমধ্যে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। তার প্রশাসন মস্কোর সঙ্গে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' আলোচনা করেছে। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইথ কেলগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং ভাইস প্রেসিডেন্ট জেড ভ্যান্সের সঙ্গে যোগাযোগ করেছে কিয়েভ।