বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৯ মাস পর খুলে দেওয়া হল গাজার রাফা ক্রসিং

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
৯ মাস পর খুলে দেওয়া হল গাজার রাফা ক্রসিং

ফিলিস্তিনি ছিটমহল গাজার রাফা সীমান্ত দীর্ঘ নয় মাস পর খুলে দেওয়া হয়েছে। আহত ও গুরুতর অসুস্থ ফিলিস্তিনি রোগীদের চিকিৎসার জন্য প্রতিবেশী মিশরে যাওয়ার সুযোগ করে দিতে সীমান্তটি খুলে দেওয়া হয়। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি রোগীদের ৫০ জনের একটি দল ও তাদের দেখভালকারী আরও ৬১ জন রাফা সীমান্ত পার হয়ে মিশরে গিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এসব রোগীর অনেকেই ক্যান্সারের মতো বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন। ১৫ মাস ধরে চলা যুদ্ধের কারণে তারা চিকিৎসা নিতে পারছিলেন না। মিশরীয় টেলিভিশন দেখিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রসের অ্যাম্বুলেন্সগুলো রাফা ক্রসিংয়ের গেইটের সামনে দাঁড়িয়ে আছে আর সেগুলো থেকে বেশ কয়েকজন শিশুকে বের করে এনে মিশরের পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সগুলোতে হস্তান্তর করা হচ্ছে। গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট ৪০০ ফিলিস্তিনিকে গাজা ত্যাগের অনুমতি দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে