ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শনিবার ইসরাইলি বিমান হামলায় ১৬ বছরের এক কিশোরসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনে ইসরাইলের সামরিক বাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র দুই দিন পর ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযান তৃতীয় সপ্তাহ ধরেও চলবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরা্ইল জানিয়েছে, তারা সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের খোঁজে জেনিনে অভিযান চালাচ্ছে। শত শত ইসরাইলি সেনা বিমান বাহিনীর সমর্থন নিয়ে এই অভিযানে নেমেছে। জেনিনে তাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের বন্দুক লড়াইও হচ্ছে।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাবাতিয়া এলাকায় একটি গাড়িতে আঘাত হেনেছে বিমান বাহিনী। ওই গাড়িতে 'সন্ত্রাসীরা' ছিল। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই অভিযান চালাকালে জেনিনে ও নিকটবর্তী গ্রামে সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্য এবং দুই বছরের এক বালিকাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা অন্তত ১৮ 'জঙ্গিকে' হত্যা ও ৬০ জন ফেরারি ব্যক্তিকে আটক করেছে, পাশাপাশি শতাধিক বিস্ফোরক ডিভাইস ধ্বংস এবং অস্ত্র তৈরির কারখানা জব্দ করেছে।