হামাস আরও দুই ইসরাইলি বন্দিকে মুক্তি দিল

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
হামাস আরও দুই ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে। সকালে শনিবার দুই পুরুষ ইসরাইলি বন্দি ওফের কালদেরন ও ইয়ারদেন বিবাসলে মুক্তি দেয় হামাস। আরও এক ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তাদের। এই মুক্তির খবর নিশ্চিত করে ইসরাইলি সামরিক জানিয়েছে মুক্তি প্রাপ্তরা ইতোমধ্যে ইসরাইলে প্রবেশ করেছেন। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ফিরে আসা বেসামরিক বন্দিরা আইডিএফের সহযোগিতায় ইসরাইলি ভূখন্ডে সীমান্ত পার করেছে। তারা বর্তমানে দক্ষিণ ইসরাইলে একটি প্রাথমিক পরিচর্যা কেন্দ্রের দিকে যাচ্ছেন। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। এর আগে বন্দি বিনিময় উপলক্ষে দক্ষিণ গাজায় অনেক মানুষের ভিড় জড়ো হয়। সমুদ্রের পটভূমিতে একাধিক সবুজ পতাকা ও ফিলিস্তিনি পতাকা সম্বলিত মঞ্চে হামাস যোদ্ধারা ওঠে আসেন পরে বন্দিদের নিয়ে আসা হয়।