চাকরি হারাচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এফবিআই কর্তারা
প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক
জো বাইডেনের শাসনামলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তে জড়িত এফবিআই এজেন্টদের বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার তদন্তে জড়িত এফবিআই সদস্যদের পাশাপাশি কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও অপসারণের বিষয়ে মূল্যায়ন চলছে। সিএনএন জানিয়েছে, ট্রাম্প-সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের সঙ্গে যুক্ত ডজনখানেক এজেন্ট এবং কয়েকজন সুপারভাইজারকে চাকরিচু্যত করার বিষয়টি পর্যালোচনাধীন। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কয়েকশ এফবিআই সদস্যকে চাকরিচু্যত করা হতে পারে। ক্যাপিটল দাঙ্গার মামলার সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ জন ফেডারেল প্রসিকিউটরকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।