বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাদুরোর সঙ্গে ট্রাম্পের দূতের সাক্ষাৎ, ছয় মার্কিন বন্দি মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাদুরোর সঙ্গে ট্রাম্পের দূতের সাক্ষাৎ, ছয় মার্কিন বন্দি মুক্ত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার আলাপচারিতার পর বন্দি ছয় মার্কিনিকে ছেড়ে দিয়েছে কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত রিচার্ড গ্রেনেল সোশাল মিডিয়ায় তাদের মুক্তির খবর প্রকাশ করেছেন। নিজের উড়োজাহাজে থাকা ছয়জনের ছবি অনলাইনে প্রকাশ করে গ্রেনেল বলেন, তারা ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। বিবিসি লিখেছে, এর আগে হোয়াইট হাউজের তরফে 'মার্কিন জিম্মিদের' মুক্তি দিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানানো হয়েছিল। সেই সঙ্গে ভেনেজুয়েলার যেসব অপরাধীকে ওয়াশিংটন বিতাড়িত করবে, তাদের গ্রহণ করতে কারাকাসের সম্মতি চাওয়া হয়। ছবি প্রকাশ করলেও গ্রেনেল অবশ্য ওই ছয়জনের নাম জানাননি। তাদের পরনে ভেনেজুয়েলার কারাবন্দিদের হালকা নীল রঙের পোশাক দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে