বিধ্বস্ত বিমানের খন্ডিত অংশ -ইন্টারনেট
ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে বড় ধরনের প্রাণহানির তিনদিনের মাথায় আবারও যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার শিকার হয়েছে একটি উড়োজাহাজ। এবারের দুর্ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ায়। রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতে শিশুসহ ৬ আরোহী নিয়ে ফিলাডেলফিয়ার বাড়িঘরের ওপর আছড়ে পড়ে একটি ছোট উড়ো্জাহাজ। যেটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করত। উড়োজাহাজটি পরিচালনাকারী কোম্পানি জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও আরোহীদের কারো বেঁচে থাকার কোনো খবর দিতে পারেনি।
উড়োজাহাজটিতে এক শিশু রোগী, তার একজন সহকারী এবং চারজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কোম্পানিটি। "কেউ বেঁচে আছে কি না সেই ব্যাপারে এই মুহূর্তে নিশ্চিত নই আমরা," এক বিবৃতিতে বলেছে জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে গেলে নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
"পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দুঃখজনক ঘটনা ঘটেছে। আরও কিছু নিরীহ প্রাণ হারিয়ে গেল। আমাদের লোকজন সেখানে পুরোদমে কাজ করছে। প্রাথমিক উদ্ধারকারীরা যা করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়," লিখেছেন ট্রাম্প। ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনাটি ঘটে গত বুধবার ওয়াশিংটন ডিসিতে। ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে সেনাবাহিনীর বস্ন্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জনের মৃতু্য হয়। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, ফিলাডেলফিয়ায় 'লিয়ারজেট ৫৫' মডেলের উড়োজাহাজটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উত্তরপূর্ব ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে একটি আবাসিক এলাকার বাড়িঘরের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি। এতে মাটিতে থাকা কয়েকজনও আহত হন। একটি স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি আকাশ থেকে খাড়াভাবে নেমে ঘনবসিতপূর্ণ এলাকার ওপর পড়ে এবং আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়। ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকার বাড়িঘরের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় অন্তত একটি বাড়ি এবং কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে 'ফিলাডেলফিয়া ইনকোয়েরার'। ঠান্ডা এবং বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে ওই সময় দৃশ্যমানতাও স্পষ্ট ছিল না। এফএএ'র এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সটি উত্তরপূর্ব ফিলাডেলফিয়া থেকে ১১০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফিলাডেলফিয়ার মেয়র শেরিল পার্কার সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা সম্পর্কে তিনি জানতে পারেননি। "সবাই এখানে কাজ করছে, আমরা এখানেই আছি," বলেন তিনি। ফিলাডেলফিয়া সিবিএসের একটি সহযোগী সংস্থা থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি অগ্নিকান্ড ঘিরে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ট্রাক। দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে আগুন অনেকটাই নিভিয়ে ফেলা হয় বলে টেলিভিশনের ছবিতে দেখা গেছে। ফিলাডেলফিয়ার জরুরি বিভাগ সামাজিক মাধ্যমে 'বড় ধরনের দুর্ঘটনার' খবর দিলেও বিস্তারিত কিছু বলেনি। সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো সামাজিক মাধ্যমে লিখেছেন, "প্রাথমিক উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে কাজ করছে, আমরা সব ধরনের সহায়তা দিচ্ছি।" সংকটের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটি বিশেষ দায়িত্ব পালনের রেওয়াজ আছে, যাকে বলা হয় কনসোলার-ইন-চিফ। বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস রুমের ক্যামেরার সামনে সেই দায়িত্ব পালন করতেই দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কনসোলার-ইন-চিফের প্রচলিত বাংলা না থাকলেও প্রধান সান্ত্বনাদানকারী ব্যক্তি হিসেবে একে বর্ণনা করা যেতে পারে। সংকটের মুহূর্তে জনগণকে সান্ত্বনা ও আশ্বাসের বাণী শোনানো তার কাজ। সেই দায়িত্ব পালন করতে গিয়ে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী পেস্ননের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় সমবেদনা প্রকাশ করলেন ট্রাম্প। বললেন, পুরো দেশ শোকাহত। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতায় সাড়া দেওয়া ব্যক্তি ও ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প।এরপর তিনি সরাসরি মূল বক্তব্যে চলে আসেন। যে বক্তব্য ধারণা দেয় তার নতুন মেয়াদ কীভাবে খুব ভিন্নরকম হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই দুর্ঘটনার কারণ জানি না আমরা, তবে বেশ কিছু দৃঢ় ধারণা ও মতামত পাওয়া যাচ্ছে।তার অনুমান, বারাক ওবামা এবং জো বাইডেনের আমলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে নিম্নমানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার নিয়োগই এই দুর্ঘটনার কারণ হতে পারে।