মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ 'কৌতুক নয়'

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কেনার যে অভিপ্রায় সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প,তাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ ইসু্যতে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক মেগিন কেলির টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবিও। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান এবং যদি তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটির দখল নিতে পারেন তিনি। "এটা কোনো কৌতুক নয়। এটা কেবল ভোগদখলের উদ্দেশ্যে কোনো ভূমি অধিকার করা নয়। এর সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত এবং বিষয়টি অবশ্যই সমাধান হওয়া প্রয়োজন।"