মেক্সিকো উপসাগরের নাম বদলে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল, তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি লিখেছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সপ্তাহে দেওয়া এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র, কিউবা এবং মেক্সিকো দিয়ে ঘেরা জলভাগটির নাম 'আমেরিকা উপসাগর' রাখার নির্দেশ দিয়েছিলেন। গুগল ম্যাপস সেই নির্দেশ মেনেই নাম বদলের সিদ্ধান্ত নেয়। যদিও এই নতুন নাম কেবল যুক্তরাষ্ট্রে থাকা ব্যবহারকারীরাই দেখতে পাবেন, বিশ্বের অন্যান্য স্থান থেকে শতাব্দীকাল ধরে চলে আসা আগের নামই দেখা যাবে, জানিয়েছে বিবিসি। মেক্সিকোর ভাষ্য, যুক্তরাষ্ট্র আইনগতভাবে এই উপসাগরের নাম পরিবর্তন করতে পারে না।
কেননা, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী, কোনো দেশের সার্বভৌম অঞ্চল তার উপকূল থেকে মাত্র ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। শেইনবাউম বলেন, 'যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকার জন্যই কেবল নাম পরিবর্তন প্রযোজ্য হতে পারে।' এ প্রসঙ্গে মন্তব্য চেয়ে বিবিসি গুগলের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা সাড়া দেয়নি।