বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব তৃতীয় পরমাণু যুগের দ্বারপ্রান্তে, সতর্ক করল যুক্তরাজ্য

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিশ্ব তৃতীয় পরমাণু যুগের দ্বারপ্রান্তে, সতর্ক করল যুক্তরাজ্য

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে। বৃহস্পতিবার 'রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটে' দেওয়া এক বক্তৃতায় রাডাকিন এই সতর্কবার্তা দিয়েছেন। তথ্যসূত্র : সিএনএন

তিনি বলেন, 'বিশ্ব বদলে গেছে। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান বদলাচ্ছে। তৃতীয় পারমাণবিক যুগ এখন আমাদের ওপর এসে পড়েছে।' তার কথায়, আগের যুগের চেয়ে এখনকার এই যুগ সামগ্রিকভাবে বেশি জটিল। স্নায়ুযুদ্ধের সময়টি ছিল পারমাণবিক যুগের প্রথম অধ্যায়। দ্বিতীয় যুগে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক চেষ্টা চলেছে। আর এখন বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের সূচনালগ্নে রয়েছে। যেখানে বহুমুখী হুমকির মুখোমুখি হতে হচ্ছে।

রাডাকিন বলেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে।

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার, বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো এবং ন্যাটো দেশগুলোয় হামলার হুমকি আসছে। চীনের পরমাণু অস্ত্র উন্নয়নও আমেরিকার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে