ভিয়েতনামে বজ্রপাতের জেরে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বিস্ফোরণে দেশটির ১২ সেনা নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত কারণে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণের পর কয়েকজনের নিখোঁজ থাকার কথাও বলা হচ্ছে। ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত সোমবার রাতে দেশটির ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে বিস্ফোরণটি ঘটে। নিহতদের বেশিরভাগের মরদেহ পাওয়া গেছে, যদিও কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধান করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সেনাদের বহন করা ডেটোনেটরগুলোতে বজ্রপাতের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে রিপোর্টে উলেস্নখ করা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স