অনাস্থা ভোটে পতন ফ্রান্সের বার্নিয়ের সরকারের
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর দেশটির সরকার ভেঙে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ পার্লামেন্ট সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। তার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিল। কারণ বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্টে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন। তথ্যসূত্র : বিবিসি
দেশটির ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পর দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো। কিন্তু এই ঘটনায় দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল। কারণ গ্রীষ্মের আগাম নির্বাচনের পর সেখানে কোনো দলই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বার্নিয়েরকে ক্ষমতাচু্যত করার প্রস্তাবটি পাস করতে ২৮৮ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ৩৩১ জন এমপি বার্নিয়েরের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। এখন সরকার পদত্যাগ করতে বাধ্য।