বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কৌশলগত চুক্তি কার্যকর পিয়ংইয়ং-মস্কোর

যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ভস্নাদিমির পুতিন ও কিম জং-উন -ফাইল ছবি

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে 'কম্প্রেহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি' কার্যকর হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) মস্কোতে চুক্তির অনুমোদন নথি বিনিময়ের মাধ্যমে এটি কার্যকর হয় বলে জানিয়েছে উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, কর্তৃত্ব, অধীনতা ও আধিপত্যবিহীন একটি স্বাধীন ও ন্যায়সঙ্গত বহু মেরুভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে শক্তিশালী চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই চুক্তি।

চলতি বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের পর চুক্তিটি স্বাক্ষর হয়। এতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। ফলে কোনো পক্ষ সশস্ত্র আক্রমণের শিকার হলে অবিলম্বে উভয়ের জন্যই সামরিক সহায়তা নিশ্চিত করবে এই চুক্তি।

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে পুতিনের পিয়ংইয়ং সফরের ধারাবাহিকতায় সামরিক সহযোগিতা বৃদ্ধির চুক্তিটি কার্যকর হলো। রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা এরই মধ্যে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া রুশ সেনাদের জন্য উত্তর কোরিয়া হাজার হাজার গোলাবারুদ, মোবাইল হাউইৎজার ও রকেট লঞ্চার পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে।

অবশ্য, উত্তর কোরিয়া বা রাশিয়া কোনো দেশই সেনা মোতায়েন বা অস্ত্র চালানের কথা স্বীকার করেনি। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে