বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৯০০ কোটি ডলার দিতে পারলে মৃতু্যদন্ড হবে না

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
৯০০ কোটি ডলার দিতে পারলে মৃতু্যদন্ড হবে না

ব্যাংক জালিয়াতির ঘটনায় ট্রম্নং মি লানের মৃতু্যদন্ড হয়েছিল নিম্ন আদালতে। ভিয়েতনামে আবাসন খাতের এই ধনকুবের এবার আপিলেও হেরে গেলেন। মঙ্গলবার লানের আপিল আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। ফলে তার মৃতু্যদন্ডই বহাল থাকল।

আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রম্নপের চেয়ারপারসন লান। গত এপ্রিলে এক হাজার ২০০ কোটি ডলার পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হলে এই নারী ধনকুবেরের বিরুদ্ধে মৃতু্যদন্ডাদেশ দেন আদালত। শুধু ভিয়েতনাম নয়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির মামলা হিসেবে তার এই মামলাকে বিবেচনা করা হচ্ছে।

তবে ৬৮ বছর বয়সি এই নারীর এখনো মৃতু্যদন্ড থেকে রেহাই পাওয়ার সুযোগ আছে। ভিয়েতনামের আইন অনুযায়ী, ট্রম্নং মি লান যদি আত্মসাৎ করা অর্থের ৭৫ শতাংশ ফেরত দেন, তবে তার সাজা কমে যাবজ্জীবন হতে পারে।

গত এপ্রিলে বিচারিক আদালত দেখতে পান, মি লান গোপনে সাইগোন কমার্শিয়াল ব্যাংককে নিয়ন্ত্রণ করেন। এটি দেশের পঞ্চম বৃহত্তম ঋণদাতা ব্যাংক। এই ব্যাংক থেকে ১০ বছর ধরে কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ ও নগদ অর্থ তুলে নিয়েছেন তিনি, যার পরিমাণ ৪৪ বিলিয়ন বা চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।

আইনজীবীরা বলেন, এই অর্থের মধ্যে দুই হাজার ৭০০ কোটি ডলার ট্রম্নং মি লান নয়-ছয় করেছেন।

\হআর এক হাজার ২০০ কোটি ডলার যে তিনি আত্মসাৎ করেছেন, সেটা প্রমাণিত। আর এই গুরুতর আর্থিক অপরাধে তাকে মৃতু্যদন্ড দেওয়া হয়েছে।

ভিয়েতনামে এ ধরনের শাস্তির রায় খুবই বিরল। আর সেখানে আর্থিক অপরাধে খুব কম ধনাঢ্য নারীরই মৃতু্যদন্ড হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে