হুমকিতে যুদ্ধবিরতি
ইসরায়েল-হিজবুলস্নাহ পাল্টাপাল্টি হামলায় নিহত ১১
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলস্নাহর গুলি বিনিময় হয়েছে। গুলিতে দক্ষিণ লেবাননে ১১ জন নিহত হয়েছেন। ভারী ইসরায়েলি হামলায় এসব মানুষ প্রাণ হারান। এর ফলে গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তালুসা ও হারিসে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে হিজবুলস্নাহর বহু লক্ষ্যে হামলা চালিয়েছে।
সোমবার লেবাননের ওই দুই শহরে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হন। এর আগে লেবাননি কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের অন্য অংশে দায়িত্বরত অবস্থায় এক রাষ্ট্রীয় নিরাপত্তা সদস্যসহ দুইজন ইসরায়েলি হামলায় নিহত হন। সবমিলিয়ে এদিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়ায়।
ইসরায়েল এসব হামলা চালানোর কিছুক্ষণ আগে দেশটির বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুলস্নাহ আর বিরোধপূর্ণ শেবা ফার্মস এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই হামলাকে 'সতর্ক করে করা আত্মরক্ষামূলক আঘাত' বলে বর্ণনা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
গত বুধবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলে হামলা চালানোর কথা ঘোষণা করল লেবাননের প্রভাবশালী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীটি।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুলস্নাহর ছোড়া দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 'কঠোর' জবাবের প্রত্যয় জানিয়েছেন।
হিজবুলস্নাহ বলেছে, ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে তারা ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে।
লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দারা জানিয়েছেন, তারা সোমবার সন্ধ্যার দিকে খুব নিচু দিয়ে ড্রোনগুলোকে ওড়াউড়ি করতে দেখেছেন।
এক সপ্তাহের কম সময় আগে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুলস্নাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল, কিন্তু পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় তা ক্রমাগত ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ছে।