ব্যাংক জালিয়াতি ভিয়েতনামের ব্যবসায়ীর মৃতু্যদন্ড বহাল

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রুং মাই ল্যান
ভিয়েতনামের আবাসন ব্যবসায়ী ট্রুং মাই ল্যানের বিরুদ্ধে মৃতু্যদন্ডের রায় বহাল রেখেছেন দেশটির উচ্চ আদালত। মঙ্গলবার এই রায় দিয়েছেন আদালত। বিশ্বের বৃহত্তম ব্যাংক জালিয়াতির পরিকল্পনার অভিযোগে ল্যানকে মৃতু্যদন্ড দিয়েছিলেন নিম্ন আদালত। অবশ্য ভিয়েতনামের আইন অনুযায়ী, ৬৮ বছর বয়সি ল্যান যদি জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত দেন, তাহলে তার দন্ড পরিবর্তিত হয়ে যাবজ্জীবন কারাদন্ডে পরিণত হবে। গত এপ্রিলে বিচারিক আদালত জানিয়েছিল, ট্রুং মাই ল্যান গোপনে দেশের পঞ্চম বৃহত্তম ঋণদাতা সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করেছেন এবং শেল কোম্পানির ওয়েবের মাধ্যমে ১০ বছরের বেশি সময় ধরে ঋণ ও নগদ অর্থ নিয়েছেন। এই অর্থের পরিমাণ চার হাজার ৪০০ কোটি ডলার। আদালতে কৌঁসুলিরা জানিয়েছেন, ঋণ হিসেবে নেওয়া দুই হাজার ৭০০ কোটি ডলার অপব্যবহার করা হয়েছে এবং এক হাজার ২০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। ভিয়েতনামের ইতিহাসে এটি সবচেয়ে বড় আর্থিক অপরাধ। তথ্যসূত্র : বিবিসি