আদানি গ্রম্নপের ঘুষ কেলেঙ্কারি নিয়ে বিরোধী দলগুলোর প্রতিবাদের কারণে আবারও স্থগিত হয়ে গেছে ভারতীয় পার্লামেন্টের অধিবেশন। এর জেরে সোমবার ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের অধিবেশনই স্থগিত করা হয়। বিরোধী দলগুলো আদানির ব্যাপারে যৌথ সংসদীয় কমিটি দিয়ে তদন্ত করানোর দাবি জানাচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স
ভারতীয় ধনকুবের ও আদানি গ্রম্নপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে গত ২০ নভেম্বর অভিযুক্ত করে আমেরিকার একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২৫ কোটি ডলারের বেশি ঘুষ দিয়ে একটি প্রকল্প হাতিয়ে নিতে চেয়েছিল আদানি গ্রম্নপ। নিউইয়র্কে তাদের এসব ফৌজদারি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঘুষ ও প্রতারণা ছাড়াও ২০২৩ সালে মার্কিন তদন্ত সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও জনসাধারণের উদ্দেশে বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার বিষয়টি পরে যোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে আদানি গ্রম্নপ।
এরপর থেকেই ভারতেও আদানি এবং তার গ্রম্নপকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
গত সপ্তাহেও গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় অভিযুক্ত হওয়া নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল ভারতের প্রধান বিরোধী দলগুলো। তখনো হট্টগোলে স্থগিত করা হয়েছিল পার্লামেন্টের অধিবেশন।