লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী এটি লঙ্ঘন করে চলেছে। এই চার দিনে ইসরায়েল ৬২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় সেখানে দুজন নিহত হয়েছেন। তথ্যসূত্র : আল-অ্যারাবিয়া
গত শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের ওপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে।
ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের ওপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আর গত ২৭ নভেম্বর থেকে চার দিনে লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২টিতে।
এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল- বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা।
উলেস্নখ্য, লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হিজবুলস্নাহর মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে।