ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। তথ্যসূত্র : আনাদোলু, আল-জাজিরা
গাজার একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ ছিটমহলটিতে 'আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র' ব্যবহার করার অভিযোগ করেছেন, যা 'পুরো দেহ'কে 'বাষ্পে পরিণত' করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, পুরো গাজা উপত্যকায় ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখন্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েল এরই মধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচু্যত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।