আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে বন্দুক এবং কর বিষয়ক মামলা ছিল। এই মামলায় তিনি দোষী প্রমাণিতও হয়েছিলেন। তবে ক্ষমতা থেকে বিদায়ের আগে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করেছেন স্বয়ং বাইডেন। এর ফলে হান্টারকে আর জেলে যেতে হবে না। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এমন একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্ত নিলেন জো বাইডেন। তথ্যসূত্র : বিবিসি
বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। আদালতে তার দোষ প্রমাণিত হয়েছে। আমেরিকায় শাস্তি মওকুফের সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে। তিনি চাইলে কারও দোষ ক্ষমা করে দিতে পারেন। হান্টারের ক্ষেত্রে সে কাজই করলেন বাইডেন। হান্টারের সাজার ঘটনাকে তিনি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতা বলেও মন্তব্য করেছেন।
স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে বাইডেন বলেন, 'হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্য করে এসব মামলা দায়ের করা হয়েছিল। আর এটা ভুল।' বাইডেনের এই উদ্যোগে মার্কিন বিচার ব্যবস্থার স্বাধীনতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
এর আগে বাইডেন বারবার জানিয়েছিলেন, তিনি কোনোভাবেই পরিবারের কারও জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করবেন না। হোয়াইট হাউসের মুখপাত্রও সে কথা জানিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত প্রতিশ্রম্নতি ভঙ্গ করলেন বাইডেন।