মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত

যাযাদি ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ মাওবাদী নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে পুলিশের সঙ্গে গোলাগুলিতে শীর্ষ এক কমান্ডারসহ সাত মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার ভোরে রাজ্যটির মুলুগু জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশের চর সন্দেহে আদিবাসী গোষ্ঠীর দুই পুরুষ সদস্যকে হত্যার এক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটল।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চালপাকা বনে মাওবাদীদের সঙ্গে পুলিশের মাওবাদ-বিরোধী 'গ্রেহাউন্ডস ফোর্সে'র গোলাগুলি শুরু হয়। বনটিতে চিরুনি অভিযান চালানোর সময় গ্রেহাউন্ডস ওই মাওবাদীদের দলটিকে খুঁজে পায়, আর তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু মাওবাদীরা গ্রেহাউন্ডস কমান্ডোদের দিকে গুলি ছুড়তে শুরু করলে পুলিশের দলটি পাল্টা গুলি ছোড়ে।

এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ইয়েলান্দু-নার্সামপিট এলাকার সিপিআই (মাওয়িস্ট) কমিটি কমান্ডার এবং দলটির তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ভাদ্রম্ন ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্না (৩৫) নিহত হন।

নিহত অপর ছয় মাওবাদী বিদ্রোহীর বয়স ২২ থেকে ৪৩ বছরের মধ্যে। এই দলের নেতা ছিলেন ভাদ্রম্ন। তাদের কাছে একে-৪৭, জি-থ্রি ও আইএনএসএএস রাইফেলসহ বিভিন্ন ধরনের অন্য অস্ত্র ও বিস্ফোরক ছিল। পুলিশ অস্ত্রগুলো জব্দ করেছে। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে