ঘূর্ণিঝড় 'ফিনজালে'র আঘাতে ভারত ও শ্রীলংকায় অন্তত ১৯ জনের মৃতু্য হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই মৃতু্য হয়েছে শ্রীলংকায়। অপর তিনজন ভারতের। তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শনিবার ঝড়টি বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে দুই দেশের উপকূলে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল দক্ষিণ-পশ্চিম দিকে। তথ্যসূত্র : রয়টার্স
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ পস্নাবিত হয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রোববার সকাল থেকে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে রাস্তাগুলো ডুবে যেতে এবং নৌকা ব্যবহার করে মানুষদের উদ্ধার করতে দেখা গেছে।
এদিকে, কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য দেখা গেছে, ভারী বর্ষণে মোট এক লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার প্রভাবিত হয়েছে।
এবারের ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। 'ফিনজাল' একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ কাপ বা পেয়ালা।