মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শুল্ক হুমকির পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ট্রুডো

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শুল্ক হুমকির পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেন ট্রুডো

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রতিরোধ করার চেষ্টায় তার এ সাক্ষাৎ বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। শুক্রবার সন্ধ্যায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে গেছেন ট্রুডো। তথ্যসূত্র : বিবিসি

গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পর মেক্সিকো ও কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন তিনি। এরপর ফোনে এই দুই নেতার মধ্যে কথা হয়।

যদিও প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় বা ট্রাম্পের দল কেউই এই সফর সম্পর্কে মন্তব্য করেনি। শুক্রবার ট্রুডোর প্রকাশিত কর্মসূচিতেও এই সফরের কোনো উলেস্নখ ছিল না। একটি সূত্র জানিয়েছেন, দুই নেতা একসঙ্গে রাতের খাবার খেয়েছেন। ট্রুডো বলেছেন, প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে সফলভাবে একটি প্রধান বাণিজ্য চুক্তি পুনরায় আলোচনা করতে পেরেছিল কানাডা। যদিও দুই নেতার সম্পর্ক মাঝে মাঝেই উত্তপ্ত হয়েছিল।

আমেরিকার বৃহত্তম বাণিজ্য অংশীদারদের একটি কানাডা এবং দেশটির মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পণ্য মার্কিন বাজারে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে