থাইল্যান্ডে ভারী বৃষ্টিতে বন্যা, ৯ জনের মৃতু্য

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৯ জনের মৃতু্য হয়েছে এবং ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচু্যত হয়েছে। কর্মকর্তারা শনিবার বলেছেন, উদ্ধারকারী দলগুলো নৌকা এবং জেট স্কি ব্যবহার করে আটকে থাকা বাসিন্দাদের কাছে পৌঁছানোর কাজ করেছে। স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা যায়, বাসিন্দারা বুক পর্যন্ত গভীর ঘোলা জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এবং বন্যার রাস্তায় গাড়ি ডুবে আছে। দেশটির দুর্যোগ সংস্থা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলেছে, দক্ষিণ থাইল্যান্ডের আটটি প্রদেশজুড়ে বন্যায় পাঁচ লাখ ৫৩ হাজার ৯২১টি পরিবারকে ক্ষতিগ্রস্ত এবং ৯ জনের মৃতু্য হয়েছে। তথ্যসূত্র : এএফপি