মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
নতুন সংকট

সিরিয়ার আলেপ্পোর অর্ধেক এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা

বিদ্রোহীদের প্রতিহত করতে নতুন সেনা ইউনিট পাঠাচ্ছে রাশিয়া
যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিরিয়ার আলেপ্পোর অর্ধেক এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী সদস্যরা

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অন্তত অর্ধেক এলাকা দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ও তথ্যকেন্দ্র 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'র পরিচালক রামি আবদুল রাহমান এ তথ্য জানিয়েছেন। গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন ব্যস্ত, তখনই নতুন এই সংকট শুরু হলো। তথ্যসূত্র : এএফপি, বিবিসি

রামি আবদুল রহমান বলেন, আলেপ্পো শহরের অর্ধেক অঞ্চল এখন নিয়ন্ত্রণ করছে হায়াতা তাহরির আল-শাম এবং তার সহযোগী গোষ্ঠীগুলো। গত বেশ কিছুক্ষণ ধরে জিহাদিদের দখলকৃত এলাকায় সংঘাত এবং গোলাগুলি বন্ধ রয়েছে। কারণ সরকারি বাহিনী ওই এলাকা থেকে সরে এসেছে।

সিরিয়ার সরকার এরই মধ্যে আলেপ্পোর বিমানবন্দর এবং শহরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সব সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের কট্টর বিরোধী বলে পরিচিত হায়াত তাহরির আল-শামের জিহাদিরা এরই মধ্যে শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।

গত সপ্তাহ থেকে সিরিয়ার ছোট-বড় বিভিন্ন শহরের দখল নেওয়া শুরু করে এইটিএস ও তার সহযোগী গোষ্ঠীগুলো। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে আলেপ্পোতে গিয়ে পৌঁছায় তারা। ২০১৬ সালে এই আলেপ্পোতেই সিরিয়া, রাশিয়া, ইরান ও স্থানীয় শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে পরাজিত হয়ে শহরটি থেকে বিতাড়িত হয়েছিল এইচিএস। প্রায় এক দশক পর ফের সেখানে প্রবেশ করল গোষ্ঠীটি।

বিদ্রোহী গ্রম্নপ হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যোগসূত্র আছে, এমন চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতরে গাড়িতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা যাচ্ছে। 'বিবিসি ভেরিফাই' ফুটেজে আলেপ্পোর পশ্চিমাংশের শহরতলী বলে ওই এলাকাকে চিহ্নিত করেছে। তবে সরকারি বাহিনী বলছে, বুধবার এইচটিএস ও সহযোগীদের হামলার ঘটনার পর তারা আলেপ্পো ও ইদলিবের কয়েকটি শহর পুনর্দখল করে নিয়েছে।

এদিকে, রাশিয়া নিজেদের অন্যতম পুরনো ও বিশ্বস্ত মিত্র বাশার আল-আসাদকে প্রতিশ্রম্নতি দিয়েছে, এই বিদ্রোহীদের প্রতিহত করতে নতুন সেনা ইউনিট পাঠানো হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিরিয়ায় পৌঁছানোর কথা সেসব ইউনিটের। সিরিয়ার সেনাবাহিনীর একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, মস্কোর কাছ থেকে এই প্রতিশ্রম্নতি পাওয়ার পর যেসব এলাকায় বিদ্রোহীরা প্রবেশ করেছে, সেসব স্থান থেকে সেনাদের সরে আসার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এইচটিএসের সহযোগী জিহাদি গোষ্ঠী জইশ আল-ইজ্জার কমান্ডার মোস্তফা আবদুল জাবের জানান, গত বুধবার আলেপ্পোর উদ্দেশে রওনা হয়েছিলেন তারা, তারপর শুক্রবার সন্ধ্যায় সেখানে পৌঁছেছেন। তিনি আরও বলেন, আলেপ্পো প্রদেশ ও শহরের সীমান্ত অঞ্চলে ইরান-সমর্থিত জনবলের স্বল্পতা থাকায় তারা দ্রম্নত অগ্রসর হতে পেরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে