শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
তদন্ত করছে পুলিশ

ট্রাম্প প্রশাসনে মনোনীত ব্যক্তিদের বোমা হামলার হুমকি

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
ট্রাম্প প্রশাসনে মনোনীত ব্যক্তিদের বোমা হামলার হুমকি

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউস টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা বোমা হামলার হুমকি এবং হয়রানি ঘটনার বিষয়ে অবগত। গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে ৯ জনকে এ ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

যাদের হুমকি দেওয়া হয়েছে, তারা ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি। তাদের প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীতও রয়েছেন। ওই দুই দিন কী হয়েছিল, সে ঘটনার তদন্ত করছে পুলিশ।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরা তো হয়েছেনই, সেই সঙ্গে পরিবারও সহিংস হামলার হুমকির শিকার হয়েছেন। তিনি আরও বলেন, আইনপ্রয়োগকারী সংস্থা দ্রম্নত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের জন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন, বিপজ্জনক হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না।'

তবে ক্যারোলাইন লেভিট বা এফবিআই কেউই কোনো ব্যক্তির নাম উলেস্নখ করেনি। নিউইয়র্কের রিপাবলিকান এলিস স্টেফানিক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী হয়েছে। তিনিই প্রথম জানিয়েছিলেন, তার পারিবারিক বাড়ি বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু হয়েছে। তার অফিস জানায়, ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিংয়ের জন্য যাওয়ার সময়, তার স্বামী এবং তিন বছরের ছেলের সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় তাকে হুমকি দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত পিট হেগসেথও পরে বলেন, তাকেও লক্ষ্য করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, একজন পুলিশ কর্মকর্তা গত বুধবার সকালে তার বাড়িতে এসে জানান, তারা একটি বিশ্বাসযোগ্য পাইপ বোমা হামলার হুমকি পেয়েছেন। সে সময় বাড়িতে তার সাত সন্তান ঘুমাচ্ছিল। তিনি বলেন, 'আমি কখনোই ভয় পাবো না বা দমে যাব না। কখনোই না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এবং সেটাই আমি করব।'

ডোনাল্ড ট্রাম্প নিজেও তার নির্বাচনী প্রচারণার সময় দুইবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। তবে তিনি এ রকম ভুয়া কল পাননি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো। কিন্তু তিনিও সম্প্রতি হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন অ্যারিজোনার কর্মকর্তারা। সেখানে এক ব্যক্তি প্রায় প্রতিদিন ভিডিও পোস্ট করে ট্রাম্প এবং তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছিলেন। পরে সপ্তাহের শুরুতেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে