শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ১৭

যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমাবর্ষণ বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণে ট্যাংকগুলো আরও গভীরে প্রবেশ করেছে। তথ্যসূত্র : রয়টার্স

সংবাদমাধ্যম বলছে, উত্তর গাজা উপত্যকায় বেইত লাহিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে ও হাসপাতালের কাছে দুটি পৃথক বিমান হামলায় ছয়জন এবং দক্ষিণে খান ইউনিসে বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসেইরাতের একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমানগুলো। মসজিদের বাইরের রাস্তাগুলোতেও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সেনারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওইসব হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, নুসেইরাতের পশ্চিমাঞ্চলে ট্যাংকের গোলায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও অপরজন শিশু। এ ছাড়া, কাছাকাছি একটি বাড়িতে বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

বাসিন্দারা জানিয়েছেন, মিসরের সীমান্তবর্তী রাফাহ শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে ট্যাংকগুলো। এ বিষয়ে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে