শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানে তিন বছরে ২৫৬ সাংবাদিক আটক :জাতিসংঘ

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
আফগানিস্তানে তিন বছরে ২৫৬ সাংবাদিক আটক :জাতিসংঘ

আফগানিস্তানে গত তিন বছরে ২৫৬ জন সাংবাদিককে আটক করা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) আফগান কর্তৃপক্ষকে গণমাধ্যমের সুরক্ষার আহ্বানও জানিয়েছে।

জাতিসংঘ মিশন (ইউএনএএমএ) এবং জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে সাংবাদিকরা 'চ্যালেঞ্জিং পরিস্থিতিতে' কাজ করছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভা বলেছেন, 'সেখানে সাংবাদিকরা কী নিয়ে প্রতিবেদন করতে পারবেন বা পারবেন না, তা নিয়ে প্রায়ই অস্পষ্ট নিয়ম-কানুনের সম্মুখীন হন। ফলে তাদের নির্বিচারে আটক হওয়া কিংবা হুমকি-ধামকির মুখে পড়ার ঝুঁকি থাকে।'

'আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর কাজের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করাসহ গণমাধ্যমে নারীদের কাজ করার গুরুত্ব সম্পূর্ণভাবে স্বীকার করে নেওয়ার আহ্বান জানাই,' বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে