শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৪, ০০:০০
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা

বাল্টিক সাগর-সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল। তখন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার একপর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড- দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির পর দেশ দুটির সরবরাহ করা দূরপালস্নার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। তার জবাবে গত বৃহস্পতিবার ইউক্রেনে মধ্যপালস্নার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো। এরপর সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানে বাধা দেওয়ার ঘটনা ঘটল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে