ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি হিসাব করছে আমেরিকা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেনে সম্প্রতি মাঝারি পালস্নার ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে ইউক্রেন কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, তা এখনো মূল্যায়ন করতে পারেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন। নিয়মিত ব্রিফিংয়ে সোমবার এ তথ্য জানিয়েছেন মার্কিন ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। তথ্যসূত্র : তাস ক্ষয়ক্ষতির অনুমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র বলেন, 'হামলার ক্ষতির বিষয়টা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা ইউক্রেনীয়দের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে এখনই এ সম্পর্কে তথ্য দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য আমাদের কাছে নেই। এ সময় তিনি সঠিক তথ্য পেতে ইউক্রেনের কাছে সাহায্য নিতে পরামর্শ দেন।' গত শুক্রবার (২২ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন হুমকি দিয়ে বলেন, পশ্চিমাদের উসকানিমূলক নীতির কারণে অত্যাধুনিক যত রুশ ক্ষেপণাস্ত্র আছে, সেগুলোর পরীক্ষা ইউক্রেনে চালানো হবে। যেগুলো শব্দের চেয়ে ১০ গুণ দ্রম্নত গতিতে উড়ে যায়। নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অনেক অস্ত্র ইউক্রেনে পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।