ট্রাম্পের ফল উল্টে দেওয়ার চেষ্টার মামলা বাতিল

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি যখন দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তখন তার বিরুদ্ধে কোনো ফেডেরাল ফৌজদারি অভিযোগ থাকবে না। ওয়াশিংটনে আমেরিকার ডিসট্রিক্ট জজ তানিয়া চুটকান ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফল বেআইনিভাবে পাল্টে দেওয়ার অভিযোগে মামলা সোমবার বাতিল করে দেন। আমেরিকার স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ আদালতে পেশ করা এক নথিতে স্বীকার করেন, বিচার মন্ত্রণালয়ের দীর্ঘস্থায়ী রীতি অনুযায়ী তারা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন না। ট্রাম্প ২০২১ সালে তার মেয়াদ শেষে হোয়াইট হাউস থেকে যাওয়ার পর তিনি শত শত রাষ্ট্রীয় গোপনীয় দলিল ফ্লোরিডায় তার বাসভবনে জড়ো করে রেখেছিলেন বলে যে অভিযোগ আনা হয়েছিল, সেই মামালাও ফ্লোরিডার এক বিচারক বাতিল করেছিলেন। প্রসিকিউটর বলেন, দুটি মামলার গুণগত মান এবং ন্যায্যতা নিয়ে তার কোনো সন্দেহ নেই, যদিও তিনি বলছেন অভিযোগ প্রত্যাহার করে নিতে। নিজস্ব সামাজিক মাধ্যম 'ট্রুথ স্যোশালে' ট্রাম্প ঘোষণা দেন, 'আমাকে অন্য যেসব মামলার মুখোমুখি হতে বাধ্য করা হয়েছে, সেগুলোর মতো এই মামলাগুলোও বেআইনি, এগুলো কখনোই আদালতে আনা উচিত ছিল না।' তথ্যসূত্র : বিবিসি