ঘুষ দেওয়ার অভিযোগে আমেরিকার আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে আদানি গ্রম্নপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধনকুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
সৌর বিদু্যৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগে আদানি গ্রম্নপের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন মামলা করে। নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় গৌতম আদানিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। আমেরিকার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের।
মার্কিন বিচার বিভাগের মতে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রম্নয়ারির মাঝামাঝি সময়ে ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দিয়ে সৌর বিদু্যৎ প্রকল্পের লাভজনক চুক্তি পেয়েছিলেন আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের লক্ষ্য ছিল।
মার্কিন আদালতে এ মামলার পর এবার ঘুষ ও প্রতারণার অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করলেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। এর আগে তিনি আদানি-হিন্ডেনবার্গ বিতর্কের সময়ও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। বিশাল তিওয়ারি তার মামলায় আদানি গোষ্ঠীকে 'অর্থ জালিয়াতি' ও 'স্টক ম্যানিপুলেশন'-এর জন্য অভিযুক্ত করেছেন।