সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃতু্যদন্ড চান খামেনি

যাযাদি ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃতু্যদন্ড চান খামেনি
আয়াতুলস্নাহ আলি খামেনি

ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, বরং এর পরিবর্তে মৃতু্যদন্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি। সোমবার তিনি এই মন্তব্য করেছেন।

গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এই পরোয়ানার বিষয়েই মন্তব্য করেছেন।

ইসরায়েলি নেতাদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আইসিসি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাদের জন্য এই সাজা যথেষ্ট নয়... এই অপরাধী নেতাদের জন্য মৃতু্যদন্ড জারি করা উচিত।'

আইসিসির বিচারকরা বলেছিলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত হামলা ও যুদ্ধের অস্ত্র হিসেবে হত্যা, নিপীড়ন ও অনাহারসহ অন্যান্য অপরাধমূলক কাজের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্ত দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স, এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে