শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
রাশিয়ার অভিযোগ

সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে আমেরিকা

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সংকট তৈরিতে তাইওয়ানকে ব্যবহার করছে আমেরিকা

এশিয়ায় একটি গুরুতর সংকট উসকে দিতে আমেরিকা তাইওয়ানকে ব্যবহার করছে। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'তাস' প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো। এ সময় তাইওয়ান নিয়ে চীনের অবস্থানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটিকে রুদেনকো বলেছেন, "আমরা দেখতে পাচ্ছি, ওয়াশিংটন, 'এক চীন' নীতি লঙ্ঘন করে যা এর স্বীকৃতি দেয় যে, 'স্থিতিশীলতা' বজায় রাখার সেস্নাগানের অধীনেই তারা তাইপের সঙ্গে সামরিক-রাজনৈতিক যোগাযোগ জোরদার করছে এবং অস্ত্র সরবরাহ বৃদ্ধি করছে। এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের লক্ষ্য হলো- পিপলস রিপাবলিক অব চায়না (পিআরসি)-কে উসকে দেওয়া এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য এশিয়ায় সংকট তৈরি করা।"

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখন্ডের অংশ বলে দাবি করে চীন। তবে তাইওয়ান তা প্রত্যাখ্যান করে।

এদিকে, আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি না থাকা সত্ত্বেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থনকারী ও অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য ৫৬ কোটি ৭০ লাখ ডলারের সামরিক সহায়তার অনুমোদন দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে