শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, বন্দুকধারীকে হত্যা

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, বন্দুকধারীকে হত্যা

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। এখনো ওই বন্দুকধারীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায়, যেখানে ইসরায়েলি দূতাবাস অবস্থিত।

এলাকাটি ইসরায়েলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। গাজা যুদ্ধে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময়। তবে গুলির ঘটনা এবারই প্রথম। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে