শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক : ফোর্বস

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক : ফোর্বস
ইলন মাস্ক

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অর্থ-সম্পদ আরও ফুলেফেঁপে উঠেছে। মার্কিন সাময়িকী 'ফোর্বস' জানিয়েছে, মাস্কই এখন ইতিহাসের সর্বকালের সেরা ধনী।

সবমিলিয়ে এই মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার অর্থাৎ ৩৪ হাজার কোটি ডলারের বেশি, যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মাস্ক। ট্রাম্পকে জেতাতে তিনি নিজের পকেট থেকেই ব্যয় করেছেন প্রায় ২০ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ দিনে মাস্কের সম্পত্তিতে আরও ৭০ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। যা মিয়ানমারের জিডিপির চেয়েও বেশি। পৃথিবীর ইতিহাসে এর আগে কেউ এত ধনী হননি বলে দাবি অর্থনীতিবিদদের একাংশের।

মাস্কের কোম্পানি 'টেসলা' এবং 'এক্স এআইয়ে'র দুরন্ত গতিতে ওপরে উঠছে। ২২ নভেম্বর তার সম্পত্তির পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে