বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
মন্ত্রিসভায় পাঁচজন নারী

মন্ত্রিসভা সাজিয়ে ফেললেন ট্রাম্প

সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র রোলিন্স মনোনীত
যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
মন্ত্রিসভা সাজিয়ে ফেললেন ট্রাম্প
ব্রম্নক রোলিন্স

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার আগে, মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করে ফেলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে দীর্ঘদিনের মিত্র ব্রম্নক রোলিন্সকে মনোনীত করেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রশাসন সাজানোর কাজ শেষ করলেন ট্রাম্প। যদিও নতুন প্রশাসনে প্রায় চার হাজারের মতো নতুন জনশক্তি নিয়োগ করার কথা রয়েছে। তবে ১৫ ব্যক্তিকে নিয়ে শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার গঠন এরই মধ্যে শেষ হয়েছে। তথ্যসূত্র : বিবিসি

ট্রাম্পের ১৫ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারী রয়েছেন। নবীন-প্রবীণের মিশেলে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র থেকে উঠে আসা ১৫ ব্যক্তিকে নিয়ে নিজের পরবর্তী প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প। যদিও তাদের সবার নিয়োগ চূড়ান্ত হতে মার্কিন সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। সব ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

এবার সিনেটে রিপাবলিকান সদস্যরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ১৫ জন সদস্যই অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ট্রাম্প মন্ত্রিসভার বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদেই অভিজ্ঞতা যাচাই না করে কেবল তার অনুগতদের মনোনয়ন দিয়েছেন। এই সিদ্ধান্তের কারণে ট্রাম্পের বেশ কিছু মিত্র হতবাক হয়েছেন। তুলেছেন পক্ষপাতিত্বের প্রশ্ন। তবে তার এই বাছাই প্রক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, তিনি আমেরিকাকে তার নিজের মতো করে নতুনভাবে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

শনিবার (২৩ নভেম্বর) নিজস্ব সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক বিবৃতিতে ট্রাম্প বলেন, 'আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হতে যাওয়া ব্রম্নক আমেরিকান কৃষকদের রক্ষায় নেতৃত্ব দেবেন।' ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।

৫২ বছর বয়সি রোলিন্স 'রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে'র সিইও। যেটা ট্রাম্পের এজেন্ডা প্রচারের জন্য নিবেদিত একটি অলাভজনক সংস্থা হিসেবে বিবেচিত। এতদিন ট্রাম্পের পক্ষ হয়ে লড়ার পুরস্কারই পেলেন তিনি।

ট্রাম্পের ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রোলিন্স 'এক্সে' লিখেছে, 'আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট, পরবর্তী মার্কিন কৃষি সচিব (মন্ত্রী) হিসেবে কাজ করার সুযোগের জন্য। আমেরিকার কৃষক এবং আমাদের জাতির কৃষি সম্প্রদায়ের জন্য লড়াই করা আমার জীবনের সম্মান হবে। এটা সর্বশ্রেষ্ঠ সত্যিকারের আমেরিকান ড্রিম।'

এর আগে রোলিন্স ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ব্রম্নক রোলিন্স 'আমেরিকান ইনোভেমন অ্যান্ড অ্যাকটিং ডিরেক্টর অব দ্য ডমেস্টিক পলিসি কাউন্সিল'র পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি জাতীয়ভাবে গড়ে ওঠা কৃষি ক্লাব 'ফোরএইচ'র সঙ্গেও যুক্ত ছিলেন।

রোলিন্স টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে কৃষির ওপর বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি আইনজীবী হিসেবেও কাজ করেন।

শেষ পর্যন্ত মার্কিন সিনেট তাকে নির্বাচিত করলে তিনি কৃষকদের ভর্তুকি, ফেডারেল পুষ্টি প্রোগ্রামসহ খাদ্য এবং বনায়ন ইন্ডাস্ট্রির মতো বিষয়গুলো দেখভাল করবেন। এছাড়া তিনি কানাডা, চীন ও মেক্সিকোর সঙ্গে বাণিজিক চুক্তির বিষয়ে পুনরায় আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যদিও ট্রাম্প আগে থেকেই এখানে অধিকতর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে