বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছত্তিশগড়ে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ছত্তিশগড়ে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতীয় নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ে কমপক্ষে ১০ মাওবাদী বিদ্রোহী গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান সশস্ত্র সংঘাতকে দমন করার প্রচেষ্টা আরও বাড়িয়েছে দিলিস্ন।

নকশাল পরিচালিত আন্দোলনে কয়েক দশক ধরে চলা বিদ্রোহে ১০ সহস্রাধিক মানুষের মৃতু্য হয়েছে।

মাওবাদী বিদ্রোহীদের দাবি, ভারতের প্রত্যন্ত এবং সম্পদ-সমৃদ্ধ কেন্দ্রীয় অঞ্চলের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য তারা লড়াই করছে।

বিদ্রোহের কেন্দ্রস্থল ছত্তিশগড় রাজ্যের এক দুর্গম বনাঞ্চলে শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের প্রধান জানান, এখন পর্যন্ত ১০ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্রোহীদের কাছ থেকে বেশকিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার

করেছে পুলিশ।

সরকারি তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর অভিযানে এ বছর ছত্তিশগড়ে ২০০ জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে