পাকিস্তানে শিয়া গাড়িবহরে গুলি, ৩৮ জন নিহত
প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
একদিনের ব্যবধানে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের সবশেষ হামলায় প্রদেশের লোয়ার কুররাম অঞ্চলের ওচাট এলাকায় বেসামরিক শিয়াদের দুটি গাড়িবহরে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
আহমাদি শাহ পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় তিন নারীসহ ৩৮ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবারের সবশেষ ঘটনাটির বর্ণনায় প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ বলেছেন, হামলার শিকার বহরে সব মিলিয়ে প্রায় ২০০টির মতো গাড়ি ছিল। সন্ত্রাসীরা প্রথমে বহরের নিরাপত্তা থাকায় পুলিশ সদস্যদের ওপর হামলা করে, পরে বহরের দুই পাশ থেকে গুলি চালানো হয়।
হতাহতের একই সংখ্যা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, 'গত সপ্তাহটি কঠিন এবং মন খারাপ করার মতো ছিল, এখন আবার কুররামে ৩৮ জন নিহত হলো। ইদানীং প্রতিদিনই আমরা নতুন নতুন ঘটনা দেখতে পাচ্ছি।'
কুররামের হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা কেপি (খাইবার পাখতুনখোয়া) কর্তৃপক্ষ, সেখানকার আইজিপি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগযোগ রক্ষা করে চলেছি। তাদের সহায়তা দরকার।
গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দুটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর এক ডজনের বেশি সদস্য নিহত হন।
এর মধ্যে তিরা উপত্যকার বাগ-মায়দান মারকাজের কাছে একটি সামরিক ক্যাম্পে গত রোববার রাতে বন্দুকধারীরা হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়, যা দুই দিন ধরে চলে।
দুই দিনের বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর মঙ্গলবার থমথমে পরিস্থিতির মধ্যে তিরার দোকানপাটগুলো খোলে। ওইদিনই প্রদেশটির বান্নু জেলার জানিখেল এলাকার মালি খেল চেকপয়েন্টের কাছে এক আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন। তথ্যসূত্র : ডন