বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না'

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
'পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না'

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে সতর্ক করেছে সার্বিয়া। সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না, যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি এর অন্য কোনো বিকল্প না থাকে। তথ্যসূত্র : রয়টার্স

টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ।

এমন অবস্থায় প্রেসিডেন্ট ভুসিক মনে করছেন, বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, 'পরিপূর্ণ বিপর্যয়ের জন্য ১০টি ধাপ আছে, আমরা নবমটি অতিক্রম করেছি। পশ্চিমা দেশগুলো বলবে, পুতিন গেম খেলছেন এবং এটি নিয়ে হুমকি দিচ্ছেন, কিন্তু খুব কম লোকই আছেন, যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে