বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরে দাঁড়ালেন গেটজ আমেরিকার নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি

যাযাদি ডেস্ক
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
সরে দাঁড়ালেন গেটজ আমেরিকার নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি
পাম বন্ডি

যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন বিতর্কের মুখে পড়া ম্যাট গেটজ পদ থেকে সরে দাঁড়ানোর পর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে আমেরিকার অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে গেটজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেন ট্রাম্প।

তবে বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তাই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।

জানা গেছে, যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ। যদিও শুরু থেকে ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

১৭ বছরের কম বয়সি এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে বিতর্কের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।

এদিকে আইন প্রয়োগকারী হিসেবে বন্ডির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দীর্ঘ ২০ বছর ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র বন্ডি তার প্রথম সিনেট অভিশংসন বিচারের সময় ট্রাম্পের আইনি দলের অংশ ছিলেন তিনি। নিউইয়র্কে ট্রাম্পের গোপন অর্থ কেলেঙ্কারি মামলার বিচারের সময়ও বন্ডি আদালতে প্রকাশ্যে তাকে সমর্থন জানিয়েছিলেন।

৫৯ বছর বয়সি বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ফ্লোরিডায় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বন্ডি ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময় থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে